গ্রাহকের চার লাখ টাকার মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর করেছে চতুর্থ প্রজন্মের শীর্ষস্থানীয় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (১৮ জুলাই) গ্রাহক সৈয়দ ফয়সাল হোসেনের হাতে দাবির চেক হস্তান্তর করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।
কোম্পানিটির প্রধান কার্যলয়ে এই চেক হস্তান্তরকালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আওলাদ হোসেন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবিরসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











