New York
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
Breaking
আইডিআরএ–বীমা কোম্পানি বৈঠকে আইন সংশোধন ও কমিশন বাতিলে ঐকমত্য নতুন নীতিগত সিদ্ধান্তের আগে বীমার চেয়ারম্যানদের সঙ্গে বসছে আইডিআরএ ন্যাশনাল লাইফ পরিচালনা পর্ষদের ২৮৫তম সভা নন-লাইফ বীমায় এজেন্ট কমিশন বাতিলের নীতিগত সিদ্ধান্ত প্রোটেক্টিভ ইসলামী লাইফের মেট্রো প্রোজেক্টে নতুন গতি তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকের পাঁচ লাখ টাকার মৃত্যুদাবি চেক হস্তান্তর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেঙ্গল ইসলামি লাইফ ও ব্র্যাক হেলথকেয়ারের চুক্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রোটেক্টিভ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বিশেষভাবে সক্ষম ১৫০ ব্যক্তির জন্য সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের ‘জাগরণ’ দক্ষতা উন্নয়ন কর্মসূচি

বেঙ্গল ইসলামি লাইফের মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর 

  • প্রকাশের সময় : ২ বছর ৪ মাস ২ সপ্তাহ ১ দিন ১৯ ঘন্টা ২১ মি. আগে, ০৪:৩৯:৩০ পি.এম, বুধ, ১৯ জুলা ২০২৩
  • 471
ক্যাপশন চেক হস্তান্তর করছেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। 
অনলাইন ডেস্ক:

গ্রাহকের চার লাখ টাকার মেয়াদোত্তীর্ণ বীমা দাবির  চেক হস্তান্তর করেছে চতুর্থ প্রজন্মের শীর্ষস্থানীয় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 

মঙ্গলবার (১৮ জুলাই) গ্রাহক সৈয়দ ফয়সাল হোসেনের হাতে দাবির চেক হস্তান্তর করেন  বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। 

কোম্পানিটির  প্রধান কার্যলয়ে এই  চেক হস্তান্তরকালে  অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আওলাদ হোসেন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবিরসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনলাইন ডেস্ক
সর্বাধিক পঠিত