New York
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
Breaking
আইডিআরএ–বীমা কোম্পানি বৈঠকে আইন সংশোধন ও কমিশন বাতিলে ঐকমত্য নতুন নীতিগত সিদ্ধান্তের আগে বীমার চেয়ারম্যানদের সঙ্গে বসছে আইডিআরএ ন্যাশনাল লাইফ পরিচালনা পর্ষদের ২৮৫তম সভা নন-লাইফ বীমায় এজেন্ট কমিশন বাতিলের নীতিগত সিদ্ধান্ত প্রোটেক্টিভ ইসলামী লাইফের মেট্রো প্রোজেক্টে নতুন গতি তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকের পাঁচ লাখ টাকার মৃত্যুদাবি চেক হস্তান্তর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেঙ্গল ইসলামি লাইফ ও ব্র্যাক হেলথকেয়ারের চুক্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রোটেক্টিভ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বিশেষভাবে সক্ষম ১৫০ ব্যক্তির জন্য সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের ‘জাগরণ’ দক্ষতা উন্নয়ন কর্মসূচি

সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পয়েন্টে দেয়া যাবে মেটলাইফের প্রিমিয়াম

  • প্রকাশের সময় : ১ বছর ১ মাস ৫ দিন ১৯ ঘন্টা ১৫ মি. আগে, ০৭:৪৭:৪২ পি.এম, শনি, ২৬ অক্টো ২০২৪
  • 471
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

সম্প্রতি, দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক – সিটি ব্যাংক পিএলসি-র সাথে চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। এ চুক্তির মাধ্যমে মেটলাইফের পলিসিগ্রাহকরা এখন দেশজুড়ে সিটি ব্যাংকের ৪৯৫টি এজেন্ট ব্যাংকিং পয়েন্টে তাদের প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন, যা গ্রাহকদের জন্য আরো বেশি সুবিধাজনক ও স্বাচ্ছন্দময় হবে।

নতুন এ উদ্যোগ মেটলাইফের বিদ্যমান প্রিমিয়াম পেমেন্ট চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। এ চ্যানেলে ইতোমধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে অনলাইন পেমেন্ট, ব্যাংক কাউন্টার, মোবাইল আর্থিক সেবা ও মেটলাইফ গ্রাহক সেবা কেন্দ্র। সিটি ব্যাংকের সাথে এ চুক্তির মাধ্যমে মেটলাইফের লক্ষ্য প্রিমিয়াম পরিশোধকে গ্রাহকের জন্য আরও সহজ করে তোলা এবং প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান গ্রাহক, বিশেষ করে যারা গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে বাস করেন, তাদের হাতের নাগালে সুবিধা পৌঁছে দেয়া।

চুক্তিতে স্বাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং নুরুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেশনস অফিসার কামরুল আনাম; ডিরেক্টর শরীফ মেহেদী হাসান; অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাহিদ মৌসুমী; এবং সিটি ব্যাংক থেকে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ও ইনস্টিটিউশনাল লায়্যাবিলিটি তাহসিন হক; হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মহিবুর রহমান সহ ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মেটলাইফ ও সিটি ব্যাংক পিএলসি’র এ চুক্তি থেকে গ্রাহকবৃন্দ উপকৃত হবেন এবং বীমা সেবার জনপ্রিয়তা আরও বাড়ানো সম্ভব হবে। সেই সাথে এ চুক্তি গ্রাহকদেরকে বীমা পলিসি ব্যবস্থাপনাসহ তাঁদের নিজেদের ও নিজের পরিবারের সদস্যদের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে আরো বেশি সহায়ক হবে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে
সর্বাধিক পঠিত