New York
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
Breaking
আইডিআরএ–বীমা কোম্পানি বৈঠকে আইন সংশোধন ও কমিশন বাতিলে ঐকমত্য নতুন নীতিগত সিদ্ধান্তের আগে বীমার চেয়ারম্যানদের সঙ্গে বসছে আইডিআরএ ন্যাশনাল লাইফ পরিচালনা পর্ষদের ২৮৫তম সভা নন-লাইফ বীমায় এজেন্ট কমিশন বাতিলের নীতিগত সিদ্ধান্ত প্রোটেক্টিভ ইসলামী লাইফের মেট্রো প্রোজেক্টে নতুন গতি তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকের পাঁচ লাখ টাকার মৃত্যুদাবি চেক হস্তান্তর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেঙ্গল ইসলামি লাইফ ও ব্র্যাক হেলথকেয়ারের চুক্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রোটেক্টিভ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বিশেষভাবে সক্ষম ১৫০ ব্যক্তির জন্য সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের ‘জাগরণ’ দক্ষতা উন্নয়ন কর্মসূচি

ছয় মাসে ১,৩৯৬ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

  • প্রকাশের সময় : ৪ মাস ৫ দিন ১৯ ঘন্টা ১৫ মি. আগে, ০২:২৪:৩০ পি.এম, সোম, ২৮ জুলা ২০২৫
  • 268
ক্যাপশন মেটলাইফ বাংলাদেশের লোগো
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৯৬ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। গ্রাহকদের বীমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, বলেন, “একজন গ্রাহকের বীমা অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বীমা দাবির টাকা পাওয়া। এজন্যই আমরা দাবি নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করে তোলার প্রতি মনোযোগী। গ্রাহক যখন জানেন যে বীমা কোম্পানি কিভাবে বীমা দাবি নিষ্পত্তি করছে তখন বীমার প্রতি তার যেমন বিশ্বাস তৈরী হয় তেমনি মেটলাইফ এর এবং বীমা খাতের উপর আস্থা আরো দৃঢ় হয়।”

মেটলাইফের পরিশোধ করা মোট দাবির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা খরচ নির্বাহে ১৪৬ কোটি টাকা, মৃত্যু দাবি বাবদ ৫৫ কোটি টাকা এবং পলিসির পূর্ণ বা আংশিক মেয়াদপূর্তিসহ আরও অন্যান্য কারণে ১,১৯৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

বীমা দাবি নিষ্পত্তিতে সময়মত অর্থ পরিশোধের ধারাবাহিক রেকর্ড ধরে রেখেছে মেটলাইফ। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করে, যা জীবন বীমা খাতে সর্বোচ্চ।

গ্রাহকদের জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে অনলাইন আবেদনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি সুবিধা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ। নিজ উদ্যোগে সময়মত ও দক্ষতার সাথে বীমাদাবি পরিশোধ এর মাধ্যমে মেটলাইফ গ্রাহক সন্তুষ্টি অর্জন এবং সেই সাথে বীমার প্রতি জনসাধারণের আগ্রহ ও আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে, বাংলাদেশে ৯০০-টির বেশি প্রতিষ্ঠান এবং প্রায় ১০ লাখ গ্রাহকের সেবায় নিয়োজিত মেটলাইফ দেশের বৃহত্তম জীবন বীমা প্রতিষ্ঠান।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে
সর্বাধিক পঠিত