New York
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
Breaking
আইডিআরএ–বীমা কোম্পানি বৈঠকে আইন সংশোধন ও কমিশন বাতিলে ঐকমত্য নতুন নীতিগত সিদ্ধান্তের আগে বীমার চেয়ারম্যানদের সঙ্গে বসছে আইডিআরএ ন্যাশনাল লাইফ পরিচালনা পর্ষদের ২৮৫তম সভা নন-লাইফ বীমায় এজেন্ট কমিশন বাতিলের নীতিগত সিদ্ধান্ত প্রোটেক্টিভ ইসলামী লাইফের মেট্রো প্রোজেক্টে নতুন গতি তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকের পাঁচ লাখ টাকার মৃত্যুদাবি চেক হস্তান্তর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেঙ্গল ইসলামি লাইফ ও ব্র্যাক হেলথকেয়ারের চুক্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রোটেক্টিভ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বিশেষভাবে সক্ষম ১৫০ ব্যক্তির জন্য সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের ‘জাগরণ’ দক্ষতা উন্নয়ন কর্মসূচি

একেএস খান ফার্মাসিউটিক্যালসের কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ

  • প্রকাশের সময় : ৬ মাস ৩ সপ্তাহ ৬ দিন ১৯ ঘন্টা ৫২ মি. আগে, ০৩:৪১:১৪ পি.এম, বুধ, ৭ মে ২০২৫
  • 400
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

কর্মীদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করতে সম্প্রতি মেটলাইফের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এই চুক্তির আওতায় একেএস খান ফার্মাসিউটিক্যালসের কর্মীরা গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে একেএস খান ফার্মাসিউটিক্যালস।

একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুইটি বিভাগ হচ্ছে একেএস ফার্মেসি ও একেএস ডায়াগনস্টিক। উভয় বিভাগই গ্রাহকদের নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে একইসাথে কাজ করে যাচ্ছে। ২০১৮ সাল থেকে একেএস ফার্মেসি দ্রুত এবং বিশেষায়িত সেবা প্রদানের মাধ্যমে কমিউনিটি স্বাস্থ্যসেবা উন্নত করে আসছে।

বাংলাদেশে মেটলাইফ ৯ শ’রও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি ব্যক্তি ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করে আসছে। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশ ২,৮৯৫ কোটি টাকার বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।

একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে একেএস খান ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে, উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সামানজার শামা খান এবং মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর অ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার তৌহিদুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে
সর্বাধিক পঠিত