সড়কে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যাওয়া গ্রাহক ইব্রাহিম খলিল মিলনের স্ত্রীর হাতে বীমা দাবির এক লক্ষ ৪০ হাজার টাকার চেক তুলে দিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
সম্প্রতি কোম্পানির চট্টগ্রাম সেলসের প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক জাহেদ গ্রাহকের স্ত্রী সালমা বেগমের কাছে এই চেক পৌঁছে দেন। কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার মোঃ শহিদুল্লাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলেন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্রুততার সঙ্গে সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরনের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গীকারাবদ্ধ।












