নন-লাইফ বীমা খাতে কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদান করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই নির্দেশনা লঙ্ঘন করলে বীমা আইন, ২০১০ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএর পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-লাইফ বীমা ব্যবসা সংক্রান্ত বিদ্যমান সমস্যাসমূহ উত্তরণের লক্ষ্যে আইডিআরএ কর্তৃক সকল নন-লাইফ ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর ফলে ১ জানুয়ারি ২০২৬ থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্ট কার্যকর থাকবে না।
এই প্রেক্ষাপটে নন-লাইফ বীমা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি এজেন্ট কমিশন বা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্ট করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
নির্দেশনায় আরও বলা হয়, এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটলে তা বীমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারা লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইডিআরএ সংশ্লিষ্ট সকল বীমা কোম্পানিকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৩ ডিসেম্বর দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।










