সাধারণ বীমা খাতে শূন্য কমিশন নীতির বাস্তবায়ন নিশ্চিত করতে মনিটরিং কমিটি গঠন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকার দিলকুশায় সংগঠনের কার্যালয়ে নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বিশেষ জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) কার্যনির্বাহী সদস্য এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন বিআইএফের ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল এবং অফিস সেক্রেটারি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন সরকার।
এছাড়াও বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভা শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামীমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও ড. একেএম সারোয়ার জাহান জামীল, এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির সিইও সৈয়দ সিহাব উল্যা আল মনজুর এবং সিটি ইন্স্যুরেন্স পিএলসির সিইও শামীম হোসেন।
বিআইএফ জানায়, এই কমিটি সংগঠনের সব সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সাধারণ বীমা খাতে কমিশন শূন্য রাখার বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাম্প্রতিক সার্কুলার বাস্তবায়ন কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।










