পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্ষ সমাপনী সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
রোববার (২৪ ডিসেম্বর) কক্সবাজার জেলার সকল অফিসের সমন্বয়ে কক্সবাজার সার্ভিস সেন্টারের আয়োজনে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের মিশুক হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পিপলু বিশ্বাস।
প্রধান আলোচক ছিলেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কোম্পানির কনসাল্টেন্ট এম এ হাসান নুরুল্লাহ।
সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এম মফিজুর রহমান টিপু, সঞ্চালনা করেন শহিদুল আলম।
অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা সফল কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। একইসঙ্গে তিনি ২০২৩ সালের বিজনেস ক্লোজিং সফলভাবে সম্পন্ন করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।












