নবনিযুক্ত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন দেশের বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলীর নেতৃত্বে ফোরাম নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এ সময় সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী মো: ইমাম শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেনিথ লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, সন্ধানী লাইফের মুখ্য নির্বাহী নিমাই কুমার সাহা উপস্থিত ছিলেন।
আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য পুনঃনির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
অপরদিকে আহসানুল ইসলাম টিটু পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং রাজনৈতিক পরিবারের সন্তান। ব্যবসায়ী হিসেবেও পরিচিত টিটু সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তার বাবা হাজি মকবুল হোসেন ঢাকা-৯ আসন থেকে ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক।











