চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি যমুনা লাইফ ইন্স্যুরেন্সের বিদায়ী বছরের ব্যবসা পর্যালোচনা ও নতুন বছরের ব্যবসায়িক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ০৫ ফেব্রুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সারাদেশের সংগঠন প্রধান ও অফিস ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের সভাপতিত্বে সভায় যমুনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান বদরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ছাবেদ উর রহমান।
সভায় ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন চিফ মার্কেটিং অফিসার মোঃ শামছুদ্দীন।#












