শিক্ষার্থীদেরকে জীবন ও স্বাস্থ্যবীমায় সুরক্ষিত রাখতে যমুনা লাইফ ইন্সুরেন্সের সঙ্গে পুনরায় চুক্তি করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) এই চুক্তি স্বাক্ষরিত হয়।
যমুনা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ) মোঃ মিজানুর রহমান।
দিনাজপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড.এটিএম শফিকুর রহমান, পরিচালক পরিকল্পনা, প্রফেসর ড. মো: সাইফুর রহমান, রেজিস্ট্রার ও প্রফেসর ড. মাহবুব হোসেন, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ এবং যমুনা লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের প্রধান মোঃ হারুনুর রশিদ, সিএফও মোজাম্মেল হক সারমান ও অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা চিকিৎসা খরচ হিসাবে বছরে পঞ্চাশ হাজার টাকা ও অকাল মৃত্যুতে এক লক্ষ টাকা বীমা সুবিধা পাবেন।











