এখন থেকে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের বীমা সুরক্ষায় থাকবে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জীবন ও স্বাস্থ্য।
রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এ সংক্রান্ত একটি গোষ্ঠী বীমা চুক্তি সম্পাদন করেছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কামরুল হাসান খন্দকার এবং কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ আলমগীর হোসাইন ভুঁইয়া।
কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আলি হোসাইন,পরিচালক (অর্থ ও হিসাব), শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান ও সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান মুকুট।
এছাড়াও যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রুপবীমা বিভাগের ইনচার্জ মোঃ হারুনুর রশিদ এবং সিএফও মোজাম্মেল হক সারমান উপস্থিত ছিলেন।#












