New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

সত্তোরোর্ধ্ব প্রবীণদের স্বাস্থ্য বীমার আওতায় আনলো ভারত

  • প্রকাশের সময় : ১ বছর ৪ মাস ২ দিন ১৭ ঘন্টা ৫২ মি. আগে, ০৬:৫৭:৪৮ এ.এম, বৃহস্পতি, ১২ সেপ্টে ২০২৪
  • 762

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

ইন্ডিয়া টুডে, টিভি নাইন:

আয়ুষ্মান ভারত প্রকল্পে কোনও পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পান। ৭০ কিংবা তার বেশি বয়সী কোনও ব্যক্তি ওই পরিবারের সদস্য হলে এবার থেকে তিনি আলাদা করে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন। ৭০ বছরের কম বয়সীরা তাঁর এই বিমার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে একটি পরিবারে কোনও প্রবীণ ব্যক্তি থাকলে তিনি ৫ লক্ষ টাকা ও বাকিরা ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন।


প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (AB PM-JAY) অধীনে এবার ৭০ বছর কিংবা তার বেশি বয়সীরা বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন। এর ফলে ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই বিবৃতিতে একথা জানানো হয়েছে।

এতদিন কোনও পরিবার আয়ুষ্মান ভারতের অধীনে বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পেত। এদিন কেন্দ্রের তরফে বিবৃতিতে বলা হয়েছে, আর্থ-সামাজিক অবস্থা যাই হোক না কেন, দেশের সমস্ত প্রবীণ নাগরিক আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন। তাঁদের জন্য আলাদা কার্ড দেওয়া হবে।

আয়ুষ্মান ভারত প্রকল্পে কোনও পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পান। ৭০ কিংবা তার বেশি বয়সী কোনও ব্যক্তি ওই পরিবারের সদস্য হলে এবার থেকে তিনি আলাদা করে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন। ৭০ বছরের কম বয়সীরা তাঁর এই বিমার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে একটি পরিবারে কোনও প্রবীণ ব্যক্তি থাকলে তিনি ৫ লক্ষ টাকা ও বাকিরা ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন।

বিজ্ঞাপন।

আবার ওই প্রবীণ ব্যক্তি যদি কোনও সরকারি স্বাস্থ্য বিমা যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্থ স্কিম, আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স কিংবা এক্স-সার্ভিসম্যান কনট্রিবিউটরি হেল্থ স্কিমের আওতায় থাকেন, তবে তিনি নিজের পছন্দ বেছে নিতে পারেন। কারও বেসরকারি স্বাস্থ্য বিমা করা থাকলে তিনি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলেই ৭০ কিংবা তার বেশি বয়সীদের এই স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, ৬ কোটি মানুষ এর সুবিধা পাবেন।