Berlin
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

বাংলাদেশ সফরে মেটলাইফের রিজিওনাল প্রেসিডেন্ট

  • প্রকাশের সময় : ১ বছর ৩ মাস ৫ দিন ১৬ ঘন্টা ৯ মি. আগে, ০৫:১২:২০ পি.এম, বুধ, ৯ অক্টো ২০২৪
  • 587
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

সম্প্রতি বাংলাদেশে এসেছেন মেটলাইফ এর রিজিওনাল প্রেসিডেন্ট লিন্ডন অলিভার।

এই সময় তিনি মেটলাইফ বাংলাদেশের কর্মী ও এজেন্টদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। একইসাথে, তিনি মেটলাইফ বাংলাদেশের সেরা এজেন্টদের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও যোগদান করেন।

এই সফর সম্পর্কে অলিভার বলেন, “বাংলাদেশ মেটলাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। আমাদের নিবেদিতপ্রাণ কর্মী ও এজেন্টদের কর্ম দক্ষতায় আমি বরাবরই অভিভূত। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বীমা সুরক্ষা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের কর্মীদের অবদান সত্যিই প্রশংসনীয়, যা গ্রাহকদের জন্য আরও সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনে সহায়ক।”

 

বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ ১০ লাখেরও বেশি গ্রাহক ও ৯০০-টিরও বেশি প্রতিষ্ঠানের জন্য বীমা সেবা নিশ্চিত করছে। একইসাথে, দেশজুড়ে বীমাগ্রহিতাদের মানসিক শান্তি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠান।

 

মেটলাইফের রিজিওনাল প্রেসিডেন্ট হিসেবে লিন্ডন অলিভার অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল ও ভিয়েতনামের মতো গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজারগুলোর দায়িত্বে নিয়োজিত রয়েছেন।