New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

সোনালী লাইফের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: মাইলস্টোনে বিমান  দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি

  • প্রকাশের সময় : ৫ মাস ২ সপ্তাহ ৪ দিন ২২ ঘন্টা ৫৩ মি. আগে, ০২:২০:০৩ এ.এম, সোম, ২৮ জুলা ২০২৫
  • 415
ক্যাপশন অনুষ্ঠানটির উদ্বোধন করেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ মনজুর মোর্শেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক:

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

রোববার ঢাকায় সোনালী লাইফের প্রধান কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিটি কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ মনজুর মোর্শেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, সোনালী লাইফ সমাজসেবামূলক ও মানবিক কাজে সবসময় সক্রিয় ভূমিকা রাখে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তা—এই তিনটি খাতকে কেন্দ্র করে সোনালী লাইফের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম পরিচালিত হয়।

তিনি বলেন, “মাইলস্টোন স্কুল ও কলেজের দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এ ছোট্ট প্রয়াস। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

ড্যানিয়েল আরও বলেন, “প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুস সোনালী লাইফে যে মানবিক চেতনার বীজ বপন করে গেছেন, আমরা সেই পথেই এগিয়ে চলেছি।”

এই রক্তদান কর্মসূচিতে সোনালী লাইফের প্রায় ১০০ কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। সারাদিনব্যাপী কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি দক্ষ দল কাজ করেছে।