বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি’র (বিজিআইসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টুর পুনঃনিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ নিয়ে পঞ্চম মেয়াদে কোম্পানিটির সিইও পদে নিয়োগ পেলেন তিনি।
আহমেদ সাইফুদ্দীন চৌধুরী ২০১৩ সালের ১ আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০০৯ সালে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে বদলি হন।
চৌধুরী মিন্টু ১৯৮৬ সালে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে যোগ দেন। পরবর্তী সময়ে ১৯৮৮ সালে তিনি চট্টগ্রাম জোনাল অফিসে অর্থ ও হিসাব বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পান। দীর্ঘ কর্মজীবনে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি বারবার পদোন্নতি পান এবং সর্বশেষ আবারো শীর্ষ পদে পুনর্নিয়োগ পেলেন।
জনাব চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বীমা পেশায় অবলিখন, দাবি, হিসাব, প্রশাসন, বিপণন প্রভৃতি বিষয়ে তিনি প্রশিক্ষণ নিয়েছেন।











