চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ১২তম বার্ষিক সাধারণ সভা (AGM) গতকাল রাজধানীর শুটিং ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার। কোম্পানি সেক্রেটারি জি. এম. রাশেদের সঞ্চালনায় সভায় ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসিফ সাম্ছ, অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪ অর্থবছরের আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের তিনজন পরিচালক পুনঃনির্বাচিত হন। এছাড়া শূন্য লভ্যাংশ, ২০২৫ সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ অনুমোদিত হয়।
সভায় ভাইস চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে কোম্পানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার অঙ্গীকার করেন।











