New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি
২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা লাইফ

  • প্রকাশের সময় : ৪ মাস ২ সপ্তাহ ৩ দিন ১৯ ঘন্টা ৪ মি. আগে, ০৫:১৪:৪৭ পি.এম, বৃহস্পতি, ২৮ অগা ২০২৫
  • 469
ক্যাপশন মেঘনা লাইফের ২৯তম বার্ষিক সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক:

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ২৯তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, এ.এন.এম. ফজলুল করিম মুন্সী, মো. মঈন উদ্দিন, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন ও প্রফেসর আনসার আলীসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন। বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন এএমডি ও কোম্পানি সচিব এনামুল হক।

সভায় জানানো হয়, ২০২৪ সালে মেঘনা লাইফ ৩৩৬ কোটি টাকা মোট প্রিমিয়াম অর্জন করেছে এবং বীমা দাবির বিপরীতে ৩৬৩.৫০ কোটি টাকা পরিশোধ করেছে। কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১,৭৯৯ কোটি টাকা। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৬১ টাকা এবং শেয়ারপ্রতি লভ্যাংশ (ডিপিএস) ১.৫০ টাকা।

 

সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত কোম্পানি ৪,১৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শুধু ২০২৪ সালেই মৃত্যুদাবি বাবদ ৮.১৮ কোটি টাকা, কিস্তি বীমা সুবিধা বাবদ ১০১.১২ কোটি টাকা, মেয়াদপূর্তি দাবী বাবদ ১৬৬.০২ কোটি টাকা, সমর্পণ দাবী বাবদ ৮.০৫ কোটি টাকা এবং বোনাস বাবদ ৮০.০২ কোটি টাকাসহ মোট প্রায় ৩৬৪ কোটি টাকা বীমা দাবির অর্থ প্রদান করা হয়েছে।

 

তিনি বলেন, এই পরিসংখ্যানই প্রমাণ করে মেঘনা লাইফ দাবী পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানির ধারাবাহিক সাফল্যের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থা, কর্মকর্তা-কর্মচারী, বীমাকর্মী, গ্রাহক ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।