New York
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

  • প্রকাশের সময় : ৪ মাস ২ সপ্তাহ ১ দিন ৯ ঘন্টা ৩৯ মি. আগে, ০১:০১:৪৪ এ.এম, শনি, ৩০ অগা ২০২৫
  • 580
ক্যাপশন শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল পুরস্কার গ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

দেশের বেসরকারি খাতের দ্রুতবর্ধনশীল জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ পার্টনারশীপ সামিট অ্যান্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অর্জন করেছে।

 

শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল পুরস্কার গ্রহণ করেন। এসময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ বছর সোনালী লাইফ ৬টি বিভাগে পুরস্কার পেয়েছে— ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ, ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ, এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ, বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ, নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট এবং বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার।

 

সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, “এই স্বীকৃতি আমাদের উদ্ভাবনী প্রচেষ্টা ও গ্রাহককেন্দ্রিক সেবারই প্রতিফলন।”

 

উল্লেখ্য, ২০২৩ সালেও সোনালী লাইফ একই অ্যাওয়ার্ডে ৬টি বিভাগে পুরস্কৃত হয়েছিল।