পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স চলতি বছরে এখন পর্যন্ত ২৬০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে বলে জানিয়েছেন কোম্পানিটির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কোম্পানির একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান । অনুষ্ঠানে কোম্পানির পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েলসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম বলেন, “চলতি বছর আরও ৩২০ কোটি টাকার দাবি পরিশোধ করতে হবে। ইনশাআল্লাহ, আমরা তা করতে সক্ষম হবো। সোনালী লাইফ শতভাগ দাবি পরিশোধের সক্ষমতা রাখে।”
তিনি আরও বলেন, “একটি নেতিবাচক ধারণার কারণে দেশে বীমা খাতের প্রতি মানুষের আগ্রহ কম। তবে সোনালী লাইফ ব্যতিক্রম। আমরা বিনিয়োগকারীদের শতভাগ দাবি পরিশোধ করেছি বলেই গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছি। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি পরিবারে সেবা পৌঁছে দেওয়া।”
এ সময় তিনি সঞ্চয়কে বেগবান করা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় কোম্পানির ভূমিকা তুলে ধরে বলেন, “মানুষ যখন বার্ধক্যে অবহেলার শিকার হয়, তখন আমরা তাদের পাশে দাঁড়াই। মানুষের স্বার্থে কাজ করাই আমাদের উদ্দেশ্য।”
অনুষ্ঠানে ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, “আমাদের লক্ষ্য শুধু হাজার কোটির প্রিমিয়াম আয় করা নয়, বরং গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করা। ব্যাংকিং খাতে যেমন আমানতকারীর বিশ্বাস রয়েছে, তেমনি বীমা খাতেও আমরা গ্রাহকের আস্থার জায়গায় পৌঁছাতে চাই। এটি শুধু আমাদের লক্ষ্য নয়, বরং আমার বাবা ও কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের স্বপ্ন। আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি।”











