প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের করপোরেট গ্রাহক ‘দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২’ এর মৃত কর্মী রাশেদুল আলম রাশেদ-এর মৃত্যুদাবি বাবদ পাঁচ লক্ষ টাকার চেক সমিতির প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় পরিচালক মাহের সেকান্দার, মুখ্য নির্বাহী কর্মকর্তা ডাঃ কিশোর বিশ্বাস, সিএফও মোঃ শহিদুল ইসলাম এবং ব্যবস্থাপক মোঃ খায়রুল হাসান।
ডাঃ কিশোর বিশ্বাস বলেন, “আমরা সর্বদা গ্রাহকের সুবিধা ও দ্রুত দাবিপত্র নিষ্পত্তি নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রাশেদুল আলম রাশেদ-এর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।”
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রতিনিধি চেক গ্রহণ করে কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











