শিক্ষা উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে ‘বৃত্তি পরীক্ষা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কোম্পানির মেট্রো প্রজেক্ট কার্যালয়ে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মহসীন হাবীব সবুজ।
এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, প্রজেক্ট ইনচার্জ মো. কাশেম মিয়া, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. জাহিদুল আলম ভূঁইয়া এবং ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।
বৃত্তি পেয়েছে ৭৫ শিক্ষার্থী
কালিহাতি উপজেলার ১১টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৫ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও আর্থিক অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শুধু বীমা সেবা প্রদানেই সীমাবদ্ধ নয়—শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা রাখছে।











