Paris
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি
৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৭৫ জন পেল বৃত্তি

কালিহাতিতে প্রোটেক্টিভ ইসলামী লাইফের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২ মাস ৪ সপ্তাহ ১৮ ঘন্টা ৫৯ মি. আগে, ০১:৪৩:৩৭ এ.এম, বৃহস্পতি, ১৬ অক্টো ২০২৫
  • 389
ক্যাপশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

শিক্ষা উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে ‘বৃত্তি পরীক্ষা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কোম্পানির মেট্রো প্রজেক্ট কার্যালয়ে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মহসীন হাবীব সবুজ।

এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, প্রজেক্ট ইনচার্জ মো. কাশেম মিয়া, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. জাহিদুল আলম ভূঁইয়া এবং ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।

বৃত্তি পেয়েছে ৭৫ শিক্ষার্থী

কালিহাতি উপজেলার ১১টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৫ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও আর্থিক অনুদান তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শুধু বীমা সেবা প্রদানেই সীমাবদ্ধ নয়—শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা রাখছে।