Stockholm
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

নন-লাইফ বীমায় এজেন্ট কমিশন বাতিলের নীতিগত সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : ১ মাস ২ সপ্তাহ ৪ দিন ১৩ ঘন্টা ৩৯ মি. আগে, ০৮:৪৯:৫৬ পি.এম, মঙ্গল, ২৫ নভে ২০২৫
  • 334
ক্যাপশন আইডিআরএর লোগো
নিজস্ব প্রতিবেদক:

নন-লাইফ বীমা ব্যবসায় এজেন্ট কমিশন সম্পূর্ণ বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সভা–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। একই তারিখ থেকে নন-লাইফ বীমা কোম্পানির এজেন্ট লাইসেন্সও স্থগিত করা হবে।

 

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) আইডিআরএ সভাকক্ষে অনুষ্ঠিত অংশীজন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আইডিআরএ জানিয়েছে, নন-লাইফ বাজারে স্বচ্ছতা বৃদ্ধি, অনিয়ম বন্ধ এবং খাতে শৃঙ্খলা আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া ও নির্দেশনা নির্ধারণ করে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করবে কর্তৃপক্ষ।

 

একই সঙ্গে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশের বাণিজ্যিক সংগঠনগুলোর নেতাদের অবহিত করতে পৃথক কর্মসূচি নেবে আইডিআরএ।

 

 

এজেন্ট লাইসেন্স স্থগিত, তবে উন্নয়ন কর্মকর্তা নিয়োগে বাধা নেই:

 

সভায় অংশগ্রহণকারী একটি সূত্র জানায়, এজেন্ট কমিশন বন্ধ ও লাইসেন্স স্থগিত হলেও নন-লাইফ বীমা কোম্পানিগুলো উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দিতে পারবে। তবে কোনো কোম্পানি কমিশন দিচ্ছে কি না বা অনিয়ম করছে কি না তা পর্যবেক্ষণে আইডিআরএ ও বিআইএ যৌথভাবে দুটি ভিজিল্যান্স টিম গঠন করবে।

 

এ ছাড়া ব্যাংকের কিছু কর্মকর্তা নন-লাইফ বীমা থেকে কমিশন নেয়ার যে অভিযোগ রয়েছে, তা বন্ধে বিআইএ সভাপতি ও আইডিআরএ চেয়ারম্যান শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসবেন।

 

 

সভায় সিইওদের প্রতিশ্রুতি:

 

বৈঠকে বিআইএ সভাপতি সাঈদ আহমেদ, সকল নন-লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, আইডিআরএ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে আইডিআরএর অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, “নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বাতিলের বিষয়ে বিস্তৃত আলোচনা শেষে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। সভায় উপস্থিত সকল সিইও এজেন্ট কমিশন ছাড়া ব্যবসা পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।”#

 

ট্যাগs: