Sydney
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

বেঙ্গল ইসলামি লাইফের গোষ্ঠী তাকাফুল সুবিধার চেক প্রদান

  • প্রকাশের সময় : ১ মাস ৫ দিন ৫ ঘন্টা ৩৬ মি. আগে, ১০:০০:১৮ পি.এম, মঙ্গল, ৯ ডিসে ২০২৫
  • 135
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গোষ্ঠী তাকাফুল চুক্তির আওতায় ইকো ব্যাটারিজ লিমিটেডের এক কর্মীর চিকিৎসা ও মৃত্যু দাবির মোট ২ লাখ ৫৮ হাজার ৪০০ টাকার চেক হস্তান্তর করেছে।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) গাজীপুরের মাওনাস্থ ইকো ব্যাটারিজের কারখানায় আয়োজিত অনুষ্ঠানে স্ট্রোকজনিত মৃত্যুবরণকারী সেলস সার্ভিস বিভাগের সুপারভাইজর মরহুম শহিদুল ইসলাম–এর মনোনীতকের হাতে চেক তুলে দেন বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির হেড অব কর্পোরেট বিজনেস মো. মাজহারুল ইসলাম এবং হেড অব ক্লেইমস মো. আনিসুর রহমান সুমন।

 

ইকো ব্যাটারিজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার মো. রফিকুল ইসলাম, এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স ম্যানেজার মো. জসিম উদ্দিন, এবং প্রোডাকশন ম্যানেজার মো. ইসমাইল হোসেন।