প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সের মেট্রো প্রোজেক্টে নতুনভাবে একদল দক্ষ ও অভিজ্ঞ বীমাকর্মীর যোগদানকে কেন্দ্র করে সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। নবাগত এই টিম প্রোজেক্টটিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. কিশোর বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জাহিদুল আলম ভূঁইয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, নতুন এই টিম বীমা সেবার প্রসার, গ্রাহক সেবা উন্নয়ন এবং মেট্রো প্রোজেক্টের কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











