Paris
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

প্রোটেক্টিভ ইসলামী লাইফের মেট্রো প্রোজেক্টে  নতুন কর্মীদের যোগদান

  • প্রকাশের সময় : ১ মাস ২ দিন ২০ ঘন্টা ৫৩ মি. আগে, ০৫:৪৬:৪৫ পি.এম, বৃহস্পতি, ১১ ডিসে ২০২৫
  • 183
নিজস্ব প্রতিবেদক:

প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সের মেট্রো প্রোজেক্টে নতুনভাবে একদল দক্ষ ও অভিজ্ঞ বীমাকর্মীর যোগদানকে কেন্দ্র করে সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। নবাগত এই টিম প্রোজেক্টটিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

 

অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. কিশোর বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জাহিদুল আলম ভূঁইয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

কর্মকর্তারা জানান, নতুন এই টিম বীমা সেবার প্রসার, গ্রাহক সেবা উন্নয়ন এবং মেট্রো প্রোজেক্টের কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগs: