Paris
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের

  • প্রকাশের সময় : ২ সপ্তাহ ৫ দিন ২০ ঘন্টা ৫৪ মি. আগে, ১০:৫২:৫৭ এ.এম, বুধ, ২৪ ডিসে ২০২৫
  • 397
ক্যাপশন গার্ডিয়ান লাইফের লোগো
নিজস্ব প্রতিবেদক:

২০২৫ সালের তৃতীয় প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর) শেষে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

দেশে কার্যরত ৩৬টি জীবন বীমা কোম্পানির সম্মিলিত লাইফ ফান্ড যেখানে ৩৬ হাজার ৯৬১ কোটি ৬১ লাখ টাকা, সেখানে তুলনামূলক নতুন প্রতিষ্ঠান হলেও গার্ডিয়ান লাইফের এই অগ্রগতি খাতসংশ্লিষ্টদের দৃষ্টি কেড়েছে।

বীমা খাতের বিশেষজ্ঞদের মতে, লাইফ ফান্ড কোনো জীবন বীমা কোম্পানির আর্থিক সক্ষমতা ও পলিসিধারীদের দাবি পরিশোধের শক্তিমত্তার গুরুত্বপূর্ণ সূচক। অনেক প্রতিষ্ঠানের লাইফ ফান্ড যেখানে খুব কম বা ঋণাত্মক অবস্থায় রয়েছে, সেখানে গার্ডিয়ান লাইফের কয়েক শ কোটি টাকার তহবিল খাতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

 

খাত সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, শক্তিশালী লাইফ ফান্ড নতুন ব্যবসা সম্প্রসারণ, লভ্যাংশ বিতরণ ও এজেন্ট কমিশনের ক্ষেত্রে কোম্পানিকে স্বাধীনতা দেয়এবং গ্রাহকদের আস্থাও বৃদ্ধি করে। এর ফলে গার্ডিয়ান লাইফ অন্যান্য ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর তুলনায় বিনিয়োগকারীদের কাছে আরও বিশ্বাসযোগ্য ও শক্তিশালী প্রতিপন্ন হচ্ছে।