Buenos Aires
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা

  • প্রকাশের সময় : ৪ দিন ৮ ঘন্টা ৩১ মি. আগে, ০৩:১৪:৪৭ এ.এম, বৃহস্পতি, ৮ জানু ২০২৬
  • 19
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা মঙ্গলবার ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্রাঞ্চ ম্যানেজাররা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া ও শেখ মোহাম্মদ ড্যানিয়েল। পাশাপাশি ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোঃ আব্দুল হান্নান এফসিএ, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোঃ মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হাসিব রেজা এবং কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব এফসিএস।

সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অংশ নেন এস এম মহিউদ্দিন ফারুকী, শেখ মোঃ বদিউজ্জামান রিপন, মোঃ আবদুল্লাহিল কাফী, মোঃ গোলাম মোস্তফা, সৈয়দ মোঃ আজিম, মোঃ তামজিদুল আলম ও মোঃ আনোয়ার হোসেন। সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, মোঃ আশরাফুল ইসলাম, সত্যজিৎ দাশ গুপ্ত, অনুপম দাস, আরফিন বাদল রনি, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, আবু শাহাদাত দুলাল ও এমদাদুল হক সাহিলসহ এজিএম এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসা সম্প্রসারণ, ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, নতুন বছরের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ এবং মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

সভা শেষে ২০২৫ সালে ব্যবসায়িক সাফল্য অর্জনকারী টপ পারফর্মার এজেন্টদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

ট্যাগs: