Paris
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

চতুর্থ প্রজন্মের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

  • প্রকাশের সময় : ২ বছর ১০ মাস ১ সপ্তাহ ৫ দিন ১৯ ঘন্টা ২ মি. আগে, ০৭:১৩:২৬ পি.এম, মঙ্গল, ৭ মার্চ ২০২৩
  • 1776
অনলাইন ডেস্ক:

কোম্পানি পরিচিতি: চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানির মধ্যে অন্যতম চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

পরিচালনা পর্ষদ: চেয়ারম্যান উপাধ্যক্ষ ডঃ মোঃ আব্দুস শহীদ, এমপি ও ভাইস চেয়ারম্যান শাইখ সিরাজের নেতৃত্বে আরো ১২ জন পরিচালকের সমন্বয়ে ১৪ জনের সুদক্ষ পরিচালনা পর্ষদ। যারা দেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের মালিক।

কোম্পানির আর্থিক সক্ষমতা:

১) জীবন বীমা তহবিল ৫০ কোটি টাকা।

২) মোট সম্পত্তির পরিমান ৯১ কোটি টাকা।

৩) তারল্য সম্পদের পরিমান ৫০ কোটি টাকা।

কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা:

১) উদ্যমী, দক্ষ ও পেশাজীবী ব্যবস্থাপনা টিম গড়ে তোলা।

২) সততা ও সচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করা।

৩) উদ্ভাবনী পণ্য উন্নয়ন করা।

৪) করপোরেট সুশাসন প্রতিষ্ঠা করা।

৫) গুণগত ব্যবস্থাপনা দ্রুত নিশ্চিত করা।

কোম্পানির ক্রেডিট রেটিং: ‘A+’ ক্রেডিট রেটিং।

কোম্পানির উল্লেখ্যযোগ্য অর্জন:

১) ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড-২০২০।

২) ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড-২০২২।
৩) ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২।

দেশব্যাপী শাখা: ৭২ টি শাখা।

কর্মকর্তা এবং কর্মী সংখ্যা: ৩৬০০ এর অধিক দক্ষ কর্মকর্তা এবং কর্মী।

গ্রাহক সংখ্যা: মোট গ্রাহক সংখ্যা ৩ লক্ষ ৫০ হাজারের অধিক।

বীমা দাবী পরিশোধ:
১) সারভাইভাল বেনিফিট বাবদ ২০০০ পলিসি গ্রাহককে ১০ কোটির অধিক টাকা পরিশোধ করা হয়।

২) মৃত্যু দাবী বাবদ ৫৫০ জন পলিসি গ্রাহকের পরিবারকে ১০ কোটির অধিক টাকা পরিশোধ করা হয়।

৩) স্বাস্থ্য বীমাদাবী বাবদ ৩৫০০০ জন পলিসি গ্রাহককের বিপরীতে ৩০ কোটির অধিক টাকা পরিশোধ করা হয়।

১০ বছরে সর্বমোট ৫০ কোটির অধিক বীমাদাবীর টাকা পরিশোধ করা হয়।

গ্রামীণ বা সামাজিকখাতে কোম্পানি কর্তৃক গৃহীত কার্যক্রম (প্রবিধানমালা অনুসারে): কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব,
চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেক্ট্রনিক্স এবং প্রিণ্ট মিডিয়ায় জনসচেতনতামূলক পোস্ট করা হয়

ট্যাগs: