মেঘনা লাইফ ও কর্নফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ -এর ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ পাভেল বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) -এর প্রথম ভাইস প্রেসিডেন্ট পদে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন। গত ১০ এপ্রিল ২০২৩ সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৩-২০২৪ সালের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
নাসির উদ্দিন আহমেদ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির ‘বোর্ড অব গভর্নরস’ এর একজন সদস্য। এছাড়াও তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল এর পরিচালক।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি সহ দেশে-বিদেশে তিনি বীমার উপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনার-এ অংশগ্রহণ করেন। বিগত এক দশক ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বর্তমানে তিনি এফবিসিসিআই -এর একজন সদস্য এবং এর পূর্বে এফবিসিসিআই -এর ইন্স্যুরেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইন সফর করেন। তিনি রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউন এর একজন রোটারিয়ান।












