New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

নন লাইফ বীমা কোম্পানিগুলোকে ব্যবস্থাপনা ব্যয়ের  ত্রৈমাসিক তথ্য পাঠানোর নির্দেশনা আইডিআরএ’র  

  • প্রকাশের সময় : ২ বছর ৯ মাস ৫ দিন ১৬ ঘন্টা ৪৫ মি. আগে, ০৬:০২:৫২ পি.এম, বৃহস্পতি, ১৩ এপ্রি ২০২৩
  • 922
অনলাইন ডেস্ক:

নন লাইফ বীমা কোম্পানিগুলোকে ব্যবস্থাপনা ব্যয়ের  ত্রৈমাসিক তথ্য পাঠানোর নির্দেশনা আইডিআরএ’র

 

নিজস্ব প্রতিবেদক: নন লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় মনিটরিংয়ের লক্ষ্যে প্রতি তিন মাস পর পর ব্যবস্থাপনা ব্যয়সংক্রান্ত তথ্য

পাঠানোর নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ১১ এপ্রিল সকল নন লাইফ বীমা কোম্পানির উদ্দেশ্যে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেয়া হয়।  ‘নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ

সীমা নির্ধারণী বিধিমালা ২০১৮’অনুসরণপূর্বক ব্যবস্থাপনা ব্যয় সংক্রান্ত তথ্যাদি  ছক অনুযায়ী প্রতি পঞ্জিকা

বৎসরে ত্রৈমাসিক ভিত্তিতে (জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর) প্রতি ত্রৈমাসিক শেষ

হওয়ার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের বিনিয়োগ ও ব্যয় ব্যবস্থাপনা পরিবীক্ষণ শাখা, নন-লাইফ বরাবর

পাঠানার নির্দেশনা দেয়া হয় ওই সার্কুলারে।

সার্কুলারে নন-লাইফ বীমা কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় মনিটরিংয়ের লক্ষ্যে নির্ধারিত ৩টি ছকে কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম সংগ্রহ ও অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়, প্রকৃত ব্যবস্থাপনা ব্যয় এবং খাতওয়ারি ব্যবস্থাপনা ব্যয়ের হিসাব কর্তৃপক্ষে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

সার্কুলারে উল্লেখিত ছক-ক’তে অগ্নি ও অন্যান্য বীমা এবং নৌ বীমার গ্রস প্রিমিয়াম আয়ের বিপরীতে অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের হার তুলে ধরা হয়েছে-

অগ্নি ও অন্যান্য বীমার ক্ষেত্রে এই খরচের হার- প্রথম ১৫ কোটি টাকায় ৩৫ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ৩৩ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ৩২ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ৩০ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২৮ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২৬ শতাংশ; পরবর্তী ৩০ কোটি টাকায় ২৪ শতাংশ এবং তদুর্ধ্ব প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে ২২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

 

নৌ বীমার ক্ষেত্রে অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের হার- প্রথম ১৫ কোটি টাকায় ২৬ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২৫ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২৪ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২২ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২০ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ১৮ শতাংশ; পরবর্তী ৩০ কোটি টাকায় ১৭ শতাংশ এবং তদুর্ধ্ব প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে ১৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। #

 

 

 

 

ট্যাগs: