চার্টার্ড লাইফের সঙ্গে পোশাকের বিশ্বখ্যাত ব্র্যান্ড টম টেইলরের বীমা চুক্তি
প্রকাশের সময় :
২ বছর ৭ মাস ৩ দিন ১৭ ঘন্টা ২৮ মি. আগে, ০২:৩৫:৩৬ এ.এম, বুধ, ১৪ জুন ২০২৩
968
ক্যাপশন
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক এবং টম টেইলর সোর্সিং লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর মিস ফিকরেতা টুটিক স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও পোশাকের বিশ্বখ্যাত ব্র্যান্ড টম টেইলর সোর্সিং লিমিটেডের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক এবং টম টেইলর সোর্সিং লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর মিস ফিকরেতা টুটিক স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক এবং টম টেইলর সোর্সিং লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর মিস ফিকরেতা টুটিক স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে টম টেইলর সোর্সিং লিমিটেডের সিনিয়র ম্যানেজার (শিপিং) মোঃ হাসান ইকবাল ও ম্যানেজার, (কমপ্লায়েন্স) মোঃ রোকনুজ্জামান এবং চার্টার্ড লাইফের হেড অব কর্পোরেট বিজনেস রাজন চন্দ্র সাহা ও হেড অব কর্পোরেট অপরেশনস, মোঃ কামরুল আহছান মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় টম টেইলর সোর্সিং লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারীকে গ্রুপ বীমা সুবিধা প্রদান করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ।