Paris
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

ইউনিয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যান  সেলিম উদ্দিনকে যমুনা লাইফ সিইও’র শুভেচ্ছা  

  • প্রকাশের সময় : ২ বছর ৭ মাস ২ দিন ১৮ ঘন্টা ৫৭ মি. আগে, ০৬:৪১:৩২ পি.এম, বৃহস্পতি, ১৫ জুন ২০২৩
  • 1611
ক্যাপশন অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, এফসিএমএ, এফসিএ  ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, এফসিএমএ, এফসিএ  ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার।

বৃহস্পতিবার তাকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মো. আহসানুল আলম ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পর মো. সেলিম উদ্দিন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

মো. সেলিম উদ্দিন ব্যাংকটিতে ইউনিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিস লিমিটেডের প্রতিনিধি।

ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া ১৯৯৩ সাল থেকে তিনি বিভিন্ন সংস্থায় আর্থিক পরামর্শদাতা/উপদেষ্টা হিসাবে কাজ করছেন এবং অ্যাকাউন্টিং সিস্টেম ডিজাইন, নিরীক্ষা, প্রকল্প পরিচালনা, ঋণ ও ইক্যুইটির মাধ্যমে প্রকল্প অর্থায়ন, ব্যবসায়িক আলোচনা—এসব ক্ষেত্রে বিপুল অভিজ্ঞতা লাভ করেছেন। তাত্ত্বিক ও ফলিত গবেষণায় গভীর আগ্রহ রয়েছে তাঁর।

ট্যাগs: