গ্রাহকের চিকিৎসাগ্রহণে আর্থিক নিরাপত্তা দিতে নতুন এক বীমা পরিকল্প বাজারে আনছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। চার্টার্ড ক্রিটিকেল ইলনেস প্রটেকশন প্ল্যান বা চার্টার্ড সুরক্ষা নামে স্বাস্থ্য বীমার নতুন এই পরিকল্পের অধীনে হৃদরোগ, ক্যান্সার, কিডনি জটিলতাসহ ৪৫টি জটিল রোগের চিকিৎসায় গ্রাহকরা বীমা সুরক্ষা পাবেন বলে জানিয়েছেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম জিয়াউল হক। তিনি জানান, পলিসিটিতে এমন কিছু সুবিধা যুক্ত করা হয়েছে স্বাস্থ্য বীমা পরিকল্পের ক্ষেত্রে যা বাংলাদেশে একেবারেই নতুন।
এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সুবিধাটি হচ্ছে, গ্রাহক যদি নির্ধারিত ৪৫টি রোগের একটিতেও আক্রান্ত না হন, তবুও মেয়াদপূর্তিতে সম্পূর্ণ বীমা অংক প্রদান করা হবে। অর্থাৎ একদিকে চিকিৎসার প্রয়োজন হলে যেমন আর্থিক সুরক্ষা পাবেন, অপরদিকে চিকিৎসার প্রয়োজন না হলেও মেয়াদপূর্তিতে পুরো বীমাঅংক ফেরত পাবেন।
জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই স্বাস্থ্য বীমার নতুন ধরনের এই পরিকল্প গ্রাহকদের জন্য বাজারে আনা হবে বলে জানান মুখ্য নির্বাহী কর্মকর্তা। ইন্স্যুরেন্স ইনসাইডারকে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের অন্যতম অঙ্গীকার সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। দেশের কোনো মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হোন এবং চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে যেন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে না পড়েন, এই বিপর্যয়ের হাত থেকে মানুষকে সুরক্ষিত রাখতেই চার্টার্ড লাইফ নিয়ে এসেছে চার্টার্ড ক্রিটিকেল ইলনেস প্রটেকশন প্ল্যান।
গ্রাহকবান্ধব এই পলিসি সম্পর্কে ধারণা দিয়ে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, এই পলিসির সর্বনিম্ন বীমাঅংক হবে এক লাখ, সর্বোচ্চ ৫০ লাখ। সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের জন্য গ্রাহকরা এই বীমা গ্রহণ করতে পারবেন। সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ ৬৫ বছর বয়সী ব্যক্তি এই বীমা গ্রহণ করতে পারবেন।মেয়াদপূর্তিতে একজন গ্রাহকের সর্বোচ্চ বয়স হতে পারবে ৭০ বছর।
স্বাস্থ্য বীমার নতুন এই পরিকল্পনায়, গ্রাহক বীমার আওতায় থাকাকালীন স্বাস্থ্য পরীক্ষায় জটিল রোগ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে বীমাঅংকের ২০ শতাংশ প্রদান করা হবে।
পরিকল্পের সুবিধাসমূহ:
→ বীমাগ্রাহক যদি নির্ধারিত ৪৫টি রোগের একটিতেও আক্রান্ত না হন, তাহলে মেয়াদপূর্তিতে বীমাগ্রাহককে সম্পূর্ণ বীমা অংক প্রদান করা হবে।
বীমাগ্রাহক যদি নির্ধারিত ৪৫টি রোগের একটিতেও আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বীমাঅংকের অংশবিশেষ খরচ করে থাকেন, তাহলে অবশিষ্ট বীমা অংক (যদি থাকে) গ্রাহককে প্রদান করা হবে।
→ বীমাগ্রাহক যদি কোন গৌন জটিল রোগে আক্রান্ত হন, তাহলে বীমা অংকের ৩০% তৎক্ষনাৎ এককালিন চিকিৎসা খরচ হিসেবে প্রদান করা হবে। এই সুবিধা পলিসি চলাকালীন একবার মাত্র পাওয়া যাবে।
→ বীমাগ্রাহক যদি শুধুমাত্র মুখ্য জটিল রোগে আক্রান্ত হন, তাহলে বীমা অংকের ২০% রোগ নির্ণয়ের খরচ হিসেবে এবং ৫০% শৈল্য চিকিৎসা কিংবা হাসপাতাল খরচ হিসেবে প্রদান করা হবে। পরবর্তী চিকিৎসার জন্য অবশিষ্ট বীমা অংক প্রদান করা হবে।
বীমাগ্রাহক যদি একটি গৌন জটিল রোগে আক্রান্ত হবার পর, আরেকটি মুখ্য জটিল রোগে আক্রান্ত হন,তাহলে তাকে সম্পূর্ণ বীমা অংক নির্ধারিত ধাপে ধাপে প্রদান করা হবে।
সম্পূর্ণ বীমা অংক নিঃশেষ হওয়া পর্যন্ত প্ল্যান/ পলিসিটি চালু থাকবে।
বীমাগ্রাহক জীবদ্দশায় শুধুমাত্র একটি গৌণ ও একটি মুখ্য জটিল রোগের জন্য চিকিৎসা খরচ পাবেন। এক রোগের বার বার পুনরাবৃত্তি ঘটলে বীমা অংক শেষ হওয়া পর্যন্ত চিকিৎসা ব্যায় পাবেন।
এছাড়া পলিসি চলাকালিন বীমাগ্রাহকের স্বাভাবিক মৃত্যুতে নমিনীকে সম্পূর্ণ বীমা অংক প্রদান করা হবে।
→ পলিসি চলাকালিন নির্ধারিত ৪৫টি রোগের/ অসুস্থতার যে কোন একটি কারণে বীমাগ্রাহক মৃত্যুবরণ করলে চিকিৎসার জন্য প্রদেয় বীমা অংকের অংশবিশেষ ব্যতীত অবশিষ্ট বীমাঅংক (যদি থাকে) নমিনীকে প্রদান করা হবে।

যেসব রোগে আক্রান্ত হলে থাকবে বীমা সুরক্ষা:
(২৫ টি মুখ্য জটিল রোগ)
১. স্ট্রোক (Stroke)
২. ক্যান্সার (Cancer excluding Skin Cancer)
৩. প্রথম হার্ট অ্যাটাক (First Heart Attack)
৪. হৃদপিন্ডের ধমনীর বাইপাস (Coronary Artery Surgery)
৫. হৃদপিন্ডের ধমনীর অন্যান্য রোগসমূহ (Other Serious Coronary Artery Disease)
৬. হৃদপিন্ডের ভাল্বের শৈল্য চিকিৎসা (Heart Valve Surgery/ Replacement)
৭. গুরুতর পোড়া (Major Burns )
৮. অন্ধত্ব (Blindness)
৯. ফুসফুসীয় ধমনীর উচ্চ রক্তচাপ (প্রাথমিক) (Pulmonary Arterial Hypertension (Primary)
১০. অন্তিম পর্যায়ের বক্ষব্যাধি (End Stage Lung Disease)
১১. কিডনি বিকল (Kideny Failure)
১২. মহাধমনীতে শৈল্য চিকিৎসা (Surgery of Aorta)
১৩. এপ্লাস্টিক রক্তশূন্যতা (Aplastic Anaemia)
১৪. প্রধান অঙ্গ প্রতিস্থাপন (Major Organ Transplantation)
১৫. বধিরতা (Loss of Hearing)
১৬. বাকশক্তি লোপ (Loss of Speech)
১৭. মাসকুলার ডিসট্রোফি (Muscular Dystrophy)
১৮. আলঝেইমার রোগ/ অপুরনীয় অর্গানিক ডিজেনারেটিভ ব্রেইন ডিসঅর্ডার
(AlzheimerÖs Disease / Irreversible Organic Degenerative Brain Disorder)
১৯. মোটর নিউরন রোগ (Motor Neuron Disease)
২০. পারকিনসন্স রোগ (Parkinsons Disease)
২১. কোমা (Coma)
২২. বিনাইন ব্রেইন ট্রোমা (Benign Brain Tumour)
২৩. মস্তিষ্কে গুরুতর আঘাত (Major Head Trauma)
২৪. ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিস (Bacterial Meningitis)
২৫. পক্ষাঘাত (Paralysis)

(২০টি গৌণ জটিল রোগ)
১. সেরিব্রাল শান্টের সন্নিবেশ (Cerebral Shunt Insertion)
২. কারসিনোমা ইন সিটু এবং নির্দিষ্ট অঙ্গসমূহের প্রাথমিক ক্যান্সার
(Carcinoma in Situ and Other Early Cancers of Specified Organs)
৩. কার্ডিয়াক পেসমেকার বা ডিফিব্রিলাটর সন্নিবেশন (Cardiac Pacemaker or Defibrillator Insertion)
৪. হৃদপিন্ডের অ্যাঞ্জিওপ্লাস্টি (Coronary Angioplasty)
৫. হৃদপিন্ডের ধমনীর নিম্ন তীব্রতার অন্যান্য রোগসমূহ
(Other Coronary Artery Diseases of Lower Severity)
৬. পাকিউটেনিরাস হার্ট ভাল্বেও শৈল্য চিকিৎসা (Percutaneous Heart Valve Surgery)
৭. দ্বিতীয় ডিগ্রীর পোড়া (Second Degree Burns)
৮. নিম্ন তীব্রতার অন্ধত্ব (Blindness of Lower Se
৯. সেকেন্ডারী পালমোনারী আর্টারিয়াল হাইপারটেনশন (Secondary Pulmonary Arterial Hypertension)
১০. শৈল্য চিকিৎসার মাধ্যমে একটি ফুসফুসের অপসারণ (Surgical Removal of One Lung)
১১. নেফ্রেক্টমি/ একটি কিডনি অপসারণ (Nephrectomy/ Removal of one (1) Kidney)
১২. মিনিমাল ইনভ্যাসিভ উপায়ে মহাধমনীর ভাল্বের শৈল্য চিকিৎসা
(Minimally Invasive Aortic Valve Surgery)
১৩. ক্ষুদ্র অন্ত্রের প্রতিস্থাপন (Small Bowel Transplant)
১৪. ককলিয়ার ইমপ্লান্টের শৈল্য চিকিৎসা (Cochlear Implant Surgery)
১৫. প্রারম্ভিক পারকিনসন্স রোগ (Early ParkinsonÖs Disease)
১৬. নিম্ন তীব্রতার কোমা (Coma of Lower Severity)
১৭. পিটুইটারি টিউমারের শৈল্য চিকিৎসা (Pituitary Tumour Surgery)
১৮. স্পাইনাল কর্ডের রোগ/ আঘাতের ফলে সৃষ্ট মূত্রাশয়ের অকার্যকারিতা (Spinal Cord Disease or Injury
Resulting in Bladder Dysfunction) স্পাইনাল কর্ড। কওডা ইকুইনার রোগ অথবা আমাত।
১৯. ব্রেইন অপারেশন (Brain Surgery)
২০. মাল্টিপল স্কলেরেসিস (Multiple Sclerosis)##











