ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রাহকদের বীমা দাবিসহ সারভাইভাল বেনিফিটের সাত লাখ টাকার চেক বিতরণ করেছে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সোমবার (৭ আগস্ট) উপজেলার উচাখিলা বাজারে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গ্রাহকদের মাঝে এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পিপলু বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুজ্জামান রিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক রাজু আহম্মেদ সরকার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আমিন। ডায়মন্ড লাইফের উচাখিলা বাজার শাখার অফিস ইনচার্জ ও জেনারেল ম্যানেজার শাহাজুল ইসলাম শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












