বর্ণাঢ্য শোভাযাত্রা, পুরস্কার বিতরণ, মৃত্যুদাবির চেক হস্তান্তর ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি আপ্যায়নের মাধ্যমে কক্সবাজারে অনুষ্ঠিত হলো ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক কর্মী সম্মেলন।
গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কায়সারুল হক জুয়েল।

ডায়মন্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা পিপলু বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসহাক আলী খান পান্না বলেন, শতভাগ গ্রাহক সুবিধা নিশ্চিত করে তিনি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে একটি স্মার্ট কোম্পানিতে রূপান্তর করতে চান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা কোম্পানিতে চাকুরি করার মাধ্যমে দেশের বীমা শিল্প এবং এই শিল্পের সাথে জড়িত সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দকে গর্বিত করেছেন বলেও তিনি উল্লেখ করেন।তিনি বঙ্গবন্ধু শিক্ষা বীমা অধিকতর বিপণনের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের বীমার আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির স্বাগত বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা পিপলু বিশ্বাস বলেন, আগামী ২০২৪ সালের মধ্যে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শতভাগ তথ্যপ্রযুক্তিভিত্তিক কোম্পানিতে পরিণত হবে।
সম্মেলনে সারাদেশ থেকে ৫২৫ জন বাছাইকৃত কর্মী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।












