চাঁদপুরে সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।
বুধবার কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উঃ) সৈয়দ মাসকুরুল হক, জি এম (উঃ) মোঃ মনির হোসেন, এ জি এম (উঃ) শাহজাহান গাজী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর সার্ভিস সেন্টারের ব্র্যাঞ্চ ম্যানেজার (উঃ) মোঃ খুরশিদ আলম হাওলাদার। অনুষ্ঠানে প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।















