সংবাদ বিজ্ঞপ্তি থেকে:
সম্প্রতি প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সালেহ সদন কার্যালয়ে “মৃত্যুদাবি পরিশোধ” অনুষ্ঠিত হয়েছে। বীমা গ্রাহক মরহুমা মালেকা জোবেদ সুমির মৃত্যুদাবি চেক তার মনোনীত নমিনি মালেকা বিলকিস ও মনি বেগমকে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচলাক (উন্নয়ন), মোঃ ইব্রাহিম খলিল, পিডি-মুদারাবা প্রজেক্ট, মাসুদা আক্তার আঁখি, এএমডি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।















