London
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি
প্রায় ১৬ কোটি টাকার দাবি পরিশোধ

জানুয়ারিতে রেকর্ড পরিমাণ প্রিমিয়াম সংগ্রহ সোনালী লাইফের

  • প্রকাশের সময় : ১ বছর ১১ মাস ২ সপ্তাহ ২ দিন ১৩ ঘন্টা ২২ মি. আগে, ১০:৩৮:৩৯ এ.এম, বৃহস্পতি, ১ ফেব্রু ২০২৪
  • 10304
নিজস্ব প্রতিবেদক:

লতি বছরের প্রথম মাস জানুয়ারিতে রেকর্ড পরিমাণ প্রিমিয়াম সংগ্রহ করেছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানি সূত্র বলছে, মাসটিতে সোনালী লাইফের প্রথম বর্ষ প্রিমিয়াম এসেছে ২৯ কোটি ৫৩ লাখ টাকা। একই সময়ে নবায়ন প্রিমিয়াম জমা হয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ। এতে এক মাসের গ্রস প্রিমিয়াম দাঁড়িয়েছে ৬৯ কোটি ৪৪ লাখ। যা ৭০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

সোনালী লাইফ এমন একটি সময়ে এই বিপুল পরিমাণ প্রিমিয়াম অর্জন করেছে যখন আর্থিক কেলেঙ্কারির কয়েকটি অভিযোগে কোম্পানিটিতে বিশেষ  নিরীক্ষা চালাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

শুধু প্রিমিয়াম সংগ্রহই  নয়,  ৪৪৬টি মেয়াদোত্তীর্ণ বীমাদাবি বাবদ জানুয়ারি মাসে ১১ কোটি ৫ লাখ টাকা পরিশোধ করেছে সোনালী লাইফ। এক হাজার ১৭১টি সারভাইভাল বেনিফিট বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ৬৮ লাখ টাকা।

তিনটি গ্রুপ বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে এক লাখ ৪৬ হাজার টাকা, ২২টি মৃত্যু বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে ৩৮ লাখ টাকা। ১১টি সহযোগী বীমার বিপরীতে পরিশোধ করেছে ৪২ হাজার টাকা এবং তিনটি গ্রুপ বীমা মৃত্যু দাবি বাবদ পরিশোধ করেছে ৯ লাখ টাকা।#