চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে রেকর্ড পরিমাণ প্রিমিয়াম সংগ্রহ করেছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স।
কোম্পানি সূত্র বলছে, মাসটিতে সোনালী লাইফের প্রথম বর্ষ প্রিমিয়াম এসেছে ২৯ কোটি ৫৩ লাখ টাকা। একই সময়ে নবায়ন প্রিমিয়াম জমা হয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ। এতে এক মাসের গ্রস প্রিমিয়াম দাঁড়িয়েছে ৬৯ কোটি ৪৪ লাখ। যা ৭০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোনালী লাইফ এমন একটি সময়ে এই বিপুল পরিমাণ প্রিমিয়াম অর্জন করেছে যখন আর্থিক কেলেঙ্কারির কয়েকটি অভিযোগে কোম্পানিটিতে বিশেষ নিরীক্ষা চালাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
শুধু প্রিমিয়াম সংগ্রহই নয়, ৪৪৬টি মেয়াদোত্তীর্ণ বীমাদাবি বাবদ জানুয়ারি মাসে ১১ কোটি ৫ লাখ টাকা পরিশোধ করেছে সোনালী লাইফ। এক হাজার ১৭১টি সারভাইভাল বেনিফিট বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ৬৮ লাখ টাকা।
তিনটি গ্রুপ বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে এক লাখ ৪৬ হাজার টাকা, ২২টি মৃত্যু বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে ৩৮ লাখ টাকা। ১১টি সহযোগী বীমার বিপরীতে পরিশোধ করেছে ৪২ হাজার টাকা এবং তিনটি গ্রুপ বীমা মৃত্যু দাবি বাবদ পরিশোধ করেছে ৯ লাখ টাকা।#












