হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ হাজার ২১০ জন গ্রাহককে ২৬ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি দিয়েছে।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আবদুল মতিন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হোমল্যান্ড লাইফ সবার আগে গ্রাহককে গুরুত্ব দিয়ে থাকে। তার অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ হাজার ২১০ জন গ্রাহককে ২৬ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি দেওয়া হয়েছে।
বীমা দাবি পরিশোধের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।















