ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের সাভার অফিসে এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, ব্যবসা সম্প্রসারণ এবং গ্রাহক সেবা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক এসএম সাইদুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন সাভার অফিসের ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন।
সভায় বক্তারা প্রথম বর্ষের ব্যবসার পাশাপাশি নবায়ন সংগ্রহে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তামাদি পলিসি পুনরুদ্ধারের মাধ্যমে তামাদির হার কমানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, বিমা দাবির দ্রুত নিষ্পত্তি ও গ্রাহক সেবা উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
–















