ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নোয়াপাড়া (যশোর) অফিসে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক এসএম সাইদুল ইসলাম। সভায় বক্তারা কোম্পানির উন্নয়ন, নীতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।
অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তারা, উন্নয়ন কর্মকর্তারা ও স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনায় বীমা খাতের বিকাশ এবং গ্রাহকসেবা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নতুন বছরে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, নতুন বছরে আমাদের অঙ্গীকার হবে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি, তামাদি পলিসি পুনরুদ্ধার ও গ্রাহককে সর্বোচ্চমানের সেবা প্রদান। যাতে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ও বীমা খাতের ইতিবাচক ভাবমূর্তির উন্নয়ন ঘটে।
এ সময় ২০২৫ সালে অন্তত ৭০ ভাগ পলিসির নবায়ন প্রিমিয়াম সংগ্রহের লক্ষ্যমাত্রার কথা কর্মকর্তাদের জানান তিনি।















