New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

বেঙ্গল ইসলামি লাইফ থেকে ৪৫ লাখ টাকা পেল প্রয়াত কর্মকর্তার পরিবার

  • প্রকাশের সময় : ১০ মাস ২ সপ্তাহ ১ দিন ১৯ ঘন্টা ৬ মি. আগে, ০৪:০৯:৩২ পি.এম, সোম, ৩ মার্চ ২০২৫
  • 376
নিজস্ব প্রতিবেদক:

প্রয়াত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. এ. রব খানের পরিবারকে ৪৫ লাখ ৬০ হাজার টাকা দিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স। তার গ্রুপ বীমা ও অন্যান্য সার্ভিস বেনেফিট বাবদ এই টাকা দেয়া হয়। সম্প্রতি কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী এম. এ. রব খানের পরিবারের নিকট এই টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় মোঃ আমিন হেলালী বলেন, বেঙ্গল ইসলামি লাইফ তার সম্মানিত গ্রাহক এবং কর্মীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং কর্মীদের জন্য দীর্ঘ মেয়াদী কর্মক্ষেত্র হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব প্রদান করে। তিনি বলেন, এই প্রতিষ্ঠান বেতনের পাশাপাশি কর্মীদের অন্যান্য সুবিধা প্রদানে সব সময় যত্নশীল। চাকুরী পরবর্তী সময়েও কর্মী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বেঙ্গল ইসলামি লাইফ বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে মরহুম এম. এ. রব খানের মৃত্যুতে আজকের এই মৃত্যু দাবি ও সার্ভিস বেনেফিটের চেক প্রদান করা হলো।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আওলাদ হোসেন, এইচআর বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম, স্মার্ট-আমানাহ প্রকল্প প্রধান মোঃ মিরাজ ভূইয়া, স্মার্ট-ড্রিম প্রকল্প প্রধান মোঃ ওমর ফারুক প্রমুখ।
গত ৩০ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অতিঃ ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান এম. এ. রব খান ইন্তেকাল করেন।

ট্যাগs: