পুঁজিবাজারের তালিকাভুক্ত চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা মোস্তফা গোলাম কুদ্দুস।
বৃহস্পতিবার সোনালী লাইফের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে নতুন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে সোনালী লাইফের ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান উপস্থিত ছিলেন।কোম্পানিটির অফিসিয়াল ফেসবুক পেইজেও এই ছবি প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটেও সোনালী লাইফের নতুন চেয়ারম্যান হিসেবে মোস্তফা গোলাম কুদ্দুসের ছবি দেয়া হয়েছে।
সোনালী লাইফের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস দেশের বৃহত্তম সোয়েটার প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠান ড্রাগন গ্রুপের কর্ণধার। সাধারণ বীমাখাতের রূপালী ইন্স্যুরেন্সেরও চেয়ারম্যান পদে রয়েছেন তিনি।