দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল, চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রখ্যাত শিল্পপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস।
গত ২৮ অক্টোবর কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
বিদায়ী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমানসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
ডিজিটালাইজেশনের মাধ্যমে বীমাশিল্পে গুণগত পরিবর্তন আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং পলিসি হোল্ডারদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে ২০১৩ সালের ০১ আগস্ট যাত্রা শুরু করে সোনালী লাইফ।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, সোনালী লাইফ দেশের বীমা শিল্পে প্রাতিষ্ঠানিক ও গুণগত পরিবর্তন আনতে এবং পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিপূর্ণ ডিজিটাল সেবা নিশ্চিত করে গ্রাহকের চাহিদা পূরণ, মেয়াদ শেষে দ্রুততম সময়ে বীমা দাবি পরিশোধ করে সোনালী লাইফ চমক সৃষ্টি করেছে; যার কারণে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে।
তিনি সোনালী লাইফের এই সফলতার জন্য কোম্পানির পরিচালনা পরিষদের ইতিবাচক নির্দেশনা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষ পরিচালনা এবং কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস শ্রম সম্মিলিতভাবে অবদান রেখেছে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, অতি সম্প্রতি সোনালী লাইফ মোট ছয়টি বিভাগে ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ নামে মর্যাদাপূর্ণ এবং বিশ্বব্যাপী স্বীকৃত পুরস্কার অর্জন করেছে।
এর আগে, কোম্পানিটি ২০২২ সালে চারটি ভিন্ন বিভাগে ‘সাউথ এশিয়া বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল।











