বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) পরিচালক নির্বাচিত হয়েছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম জিয়াউল হক।
সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনটির পরিচালনা পর্ষদের পরিচালক পদে আগামী দুই বছরের জন্য তাকে নির্বাচিত করা হয়।
বাংলাদেশের বীমা খাতের গতিশীল পেশাদারিত্বের অগ্রদূত এস.এম জিয়াউল হক তার অপারেশনাল দক্ষতা ও নৈপুণ্যতায় বিভিন্ন বিতরণ চ্যানেলের মাধ্যমে বীমা ব্যবসার সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করছেন।
শিক্ষা জীবনে জনাব জিয়াউল হক প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে লোকপ্রশাসন বিভাগে বি.এস.এস (সম্মান) এবং এম.এস.এস ডিগ্রী অর্জন করেন। তিনি মানব সম্পদ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী এবং ফিন্যান্স বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। বীমা পেশায় উচ্চতর ডিগ্রী হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লোমা (এলওএমএ) ইনস্টিটিউট থেকে এফএলএমআই এবং রি-ইন্স্যুরেন্স বিষয়ে এআরএ ডিগ্রী অর্জন করেন।

দক্ষিণ এশিয়ার ইন্স্যুরেন্স সেক্টরে অসামান্য অবদানের জন্য জনাব জিয়াউল হক ২০২২ সালের “সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড” অর্জন করেন।
২০১৪ সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের মূল উদ্দেশ্য উভয় দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, শিল্প ও বিনিয়োগকে বেসরকারি ও সরকারি উভয় ক্ষেত্রেই উন্নীত করা, বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের অর্থনীতির অগ্রগতিতে অবদান রাখতে পারস্পরিক বোঝাপড়া এবং ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা।












