চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি যমুনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান।
ভাইস চেয়ারম্যান পদেও পুনঃনির্বাচিত হয়েছেন সায়মন গ্রুপের পরিচালক ছাবেদ উর রহমান।
সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তাদেরকে নির্বাচিত করা হয়।
যমুনা লাইফ ইন্স্যুরেন্স পরিবারের পক্ষ থেকে পুনঃনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর সরকারি চাকরিতে যোগ না দিয়ে, উদ্যোক্তা হিসেবে কর্মজীবন শুরু করেন বদরুল আলম খান। সামনে ছিল দেশগড়ার মহান লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ২০০১ সালে পরিচালক হিসেবে যোগ দেন গাজী গ্রুপে। সেই থেকে গ্রুপটির ব্যবসা-বাণিজ্য, প্রবৃদ্ধি ও সম্প্রসারণের সঙ্গে নিরলসভাবে যুক্ত রয়েছেন তিনি। ২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করছেন যমুনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে। তার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী ব্যবসায়িক অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি।












