এবার পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন পেতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
সমঝোতা স্বাক্ষরিত হয়েছে আইপিও ইস্যু ম্যানেজার কোম্পানির সঙ্গেও। গত ১৮ নভেম্বর স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।
আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে কোম্পানির চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সাঈদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি এবং শেয়ার ও বিনিয়োগ প্রধান রুবেল চন্দ্র পাল, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের পক্ষে ড. চৌধুরী নাফিজ সরাফাত ( চেয়ারম্যান, পদ্মা ব্যাংক লিঃ), স্ট্র্যাটেজিক হোল্ডিংসের গ্রুপ সিইও ড. এহসানুল কবির, ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার চক্রবর্তী, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কবির সাদিক এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।












