New York
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি
সঠিক পথেই আছে প্রোটেক্টিভ : আইডিআরএ চেয়ারম্যান 

সাফল্যের এক দশক পেরিয়ে একাদশের সাহসী অভিযাত্রায় প্রোটেক্টিভ ইসলামি লাইফ 

  • প্রকাশের সময় : ২ বছর ১ মাস ৪ দিন ৬ ঘন্টা ৫৫ মি. আগে, ০১:২৮:২২ এ.এম, রবি, ১০ ডিসে ২০২৩
  • 2225
ক্যাপশন প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের দশম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান মঞ্চে অতিথিবৃন্দ।
বিশেষ প্রতিবেদক, সংবাদ বিজ্ঞপ্তি:

সাফল্যময় পথ চলার এক দশক পেরিয়ে প্রতিষ্ঠার একাদশ বর্ষে পদার্পণ করেছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল ক্লাবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌরবোজ্জ্বল এই দশম বর্ষপূর্তি উদযাপন করে কোম্পানিটি।

২০১৩ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সঠিক পথেই আছে।

তিনি বলেন, চতুর্থ প্রজন্মের নতুন বীমা কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানির অবস্থা ভালো। আমি মনে করি প্রোটেক্টিভ ইসলামি লাইফ সেই পথেই আছে। খুব ভালো বলে আমি প্রসংশা সার্টিফিকেট দিতে চাই না। কিন্তু আমি বলব যে, প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সঠিক পথেই আছে।

প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বৈচিত্র্যময় উদ্ভাবনী বীমা পরিকল্পের প্রশংসা করে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার এই চেয়ারম্যান বলেন, যারা ভিন্নভাবে চিন্তা করবে, ভিন্ন রকম উদ্যোগ নিবে- তারা ভালো করবে। এই চর্চা যেহেতু প্রোটেক্টিভ লাইফের মধ্যে আছে তাই আমি বিশ্বাস করি যে, আপনারা এগিয়ে যেতে পারবেন।

প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা: কিশোর বিশ্বাসের সভাপতিত্বে দশম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সারাফাত, প্রোটেক্টিভ ইসলামি লাইফের চেয়ারম্যান সামির সেকান্দার, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসায়িক প্রবৃদ্ধির প্রশংসার পাশাপাশি মুখ্য নির্বাহী কর্মকর্তারও প্রশংসা করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

তিনি বলেন, বীমা খাতে সবচেয়ে বড় সমস্যা হলো দক্ষ জনবলের অভাব । দক্ষ বলতে- সৎ ও বলিষ্ঠ নেতৃত্ব। প্রোটেক্টিভ ইসলামি লাইফের যিনি মুখ্য নির্বাহী তার মধ্যে সবগুলোই আছে। তিনি দক্ষ, তরুণ ও বলিষ্ঠ এবং আমার মনে হয় তিনি সৎভাবে কাজ করে যাচ্ছেন। আর এ জন্যই কোম্পানি এতদূর এগিয়ে এসেছে।