Los Angeles
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি
ব্যাংকাস্যুরেন্স

মেটলাইফের বীমা বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

  • প্রকাশের সময় : ২ বছর ১ সপ্তাহ ৬ দিন ১৪ ঘন্টা ২২ মি. আগে, ০৪:৩৯:১৫ পি.এম, রবি, ৩১ ডিসে ২০২৩
  • 1434
ক্যাপশন সম্প্রতি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেন মেটলাইফ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক, সংবাদ বিজ্ঞপ্তি:

ইন্সুরেন্স কোম্পানি মেটলাইফ বাংলাদেশের কর্পোরেট এজেন্ট হয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এর ফলে ব্যাংকটি গ্রাহকদের কাছে মেটলাইফের বীমা পলিসি বিক্রি করতে পারবে।

সম্প্রতি এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, চুক্তির ফলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের গ্রাহকরা সুরক্ষিত ভবিষ্যত পরিকল্পনা নিশ্চিত করতে পারবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “আমাদের গ্রাহকদের সুবিধাজনক এবং বিস্তীর্ণ আর্থিক পরিষেবা প্রদানের জন্য মেটলাইফের সাথে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। এ দুটোর মতো বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, আইডিআরএ, অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ব্যাংকাস্যুরেন্স সেবা প্রদানের জন্য দৃঢ়তা দেখিয়েছে।”

“বাংলাদেশে শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম তৈরি করে ব্যাংকিং সেক্টরের গ্রাহকদের আরও আর্থিকভাবে সুরক্ষিত ভবিষ্যতের জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে মেটলাইফের কৌশলগত চুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জন্য মেটলাইফের বিশ্বমানের বীমা পরিকল্পসমূহকে সহজলভ্য করে তোলার পথে আরো একধাপ এগিয়ে যাচ্ছি। দেশের স্বনামধন্য এই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বীমা মানুষের আরো কাছাকাছি নিয়ে যাওয়ায় আর্থিক সুরক্ষার বিস্তৃতি আরো বৃদ্ধি পাবে।”